ভাষা ও সংস্কৃতি
বঙ্গোপসাগর মোহনায় দেশের বৃহত্ত মেঘনা নদীর বুক থেকে জেগে ওঠা চরে তৎকালীন একজন বিশিষ্ট ইংরেজের নামের উপর চর মারটিন ইউনিয়নের নামকরন করা হয়।অত্র ইউনিয়নের অধিকাংশ মানুষ কৃষি কাজ গবাদি পশু গরু-ছাগল-মহিষ ও হাঁস-মুরগি পালন,শাক-সবজি চাষ এবং মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করে। এনজিও-সরকারি চাকুরী,শিক্ষকতা ছাড়া স্বল্প সংখ্যক গ্রামবাসী প্রবাসে কর্মরত। নেই কোন শিল্প কারখানা। আছে কিছু পোলট্রি খামার, মৎস্য চাষ এবং সীমিত পরিসরে ব্যবসা বাণিজ্য। জনসংখ্যার বিস্ফোরণ,কারিগরী- সাধারণ শিক্ষার অভাবে বেকারত্ব ও দারিদ্রতা ভয়াবহ। শিক্ষা-দীক্ষায় দেশের অন্যান্য জনপদ থেকে এখনও অনেক পিছিয়ে আছে। শিক্ষা,উন্নয়ন বঞ্চিত পিছিয়ে পড়া জনপদ চর মারটিনে কোন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান নেই।চর মারটিনের মোট জনসংখ্যার প্রায় সবই মুসলমান। গ্রামবাসীর ধর্মীয় অনুশাসনের প্রতি অবিচল আস্থা ও অগাধ বিস্বাস আছে। সিডর-আইলা,নারগিস,রেশমী,মহাসেনের মতো ঘুর্ণিঝড়-সাইক্লোন,জলোচ্ছ্বাস প্রাকৃতিক দুর্যোগ, আর বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিনিয়ত লড়াই করে বেচে আছে চর মারটিনের গ্রামবাসী।
ভাষাঃ বাংলা,
স্থানীয় ভাষা:শাহবাজপুরীয়া, ভূল্যূয়ালা,কুচ্চায়ালা
সংস্কৃতিঃ পালকি ও রিক্সায় কাপড় পেচিয়ে নতুন বৌ/মহিলাদের এক বাড়ি থেকে অন্য বাড়ি নেয়া।
বিয়ের অনুষ্ঠানে মাইকে গান বাজানো,রাখালের বাঁশি বাজানো।
অতিথি আপ্যায়নে শরবত পান,পিঠা,ছেঔ,সেমাই,পান-সুপারী পরিবেশন।
কুস্তি,পুনালখেলা,মারবেল খেলা,কানামাছি,ছড়িখেলা,লাঠিখেলা,কানকাটা,দাড়িয়াবান্ধা,দড়ি লাফ,বালিশ খেলা,চোর-ডাকাত-পুলিশ,মোড়গ লড়াই,বিস্কুট দৌড়,কাছি টানা টানি, ব্যঙদৌড়, চেয়ারখেলা, চাড়াথেলা, রেডিখেলা, ষোল গুইড্ডা,ধাপ্পু, গুডি গুডি, চার গুইড্ডা, ছয়গুইড্ডা, আষ্ট গুইড্ডা, চৌল ডান্ডা, লুডু, হা-ডুডু, গোল্লা ছুট,ডাব্বুসথেলা, হাড়িভাঙা,সাইকেল রেইচ,নৌকা বাইচ,ঘুরি উড়ানো, দৌড়, লাফ, সাতার,মগ মগ,হাড়া হাড়ি,কুত কুত, কুত্তা কুত্তা, টোস টোস,
হুরি-হুরি,শাপের খেলা,খোল টানা,দড়িটানা,বেত খেলা, দোল খাওয়া,লাটিম খেলা,ঘুরতি খেলা,মরিচথেলা,আচাবাড়ি,পুতলা বৌ,রিং খেলা,গোল্লা ঠুস,নুন চুরি,বলি থেলা,সংথ্যা খেলা,হট্টিডি,কোচাকুচি,ঝিমখেলা,গিট্টাথেলা,চোথ পলানো,পলাপলি।
পুথিপাঠ,কবিগান,পালাগান,মুরশিদী ও মারফতি গান,যাত্রা-জারীগান,পল্লীগীতি-ভাটিয়ালী।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS